ঢাকা, সোমবার   ২৪ নভেম্বর ২০২৫

ডেভিস কাপে বাংলাদেশ দলের ফলাফল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৯, ২৩ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

গত  ১৭ থেকে ২৩ নভেম্বর ইসা টাউনের বাহরাইন টেনিস ফেডারেশনের হাড কোর্টে অনুষ্ঠিত হয়েছে ডেভিস কাপ এশিয়া / ওশানিয়া গ্রুপ-৫’টেনিস প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বাংলাদেশ দল গ্রুপ-সি তে তুর্কমেনিস্তান, বাহরাইন ও ব্রুনাই দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। 

এছাড়াও প্রতিযোগীতায় স্বাগতিক বাহরাইনসহ,ব্রুনাই, লাওস, গুয়াম, ম্যাকাও, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মায়ানমার, নর্দার্ন ম্যারিনা দ্বীপপঞ্জ, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেনের জাতীয় পুরুষ দলসমূহ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।  অংশগ্রহণকারী দলসমূহকে চারটি গ্রুপে বিভিক্ত করা হয়। 

প্রথম দিনের গ্রুপ পর্যায়ে রাউন্ড রবীন খেলায় বাংলাদেশ দল স্বাগতিক বাহরাইনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে ০-৩ ম্যাচে পরাজিত হয়। প্রথম এককে বাংলাদেশের জারিফ আবরার ২-৬, ২-৬ গেমে বাহরাইনের ইলিয়াস আব্দুলআজিজ এর নিকট এবং দ্বিতীয় এককে বাংলাদেশের জুবিন ওমর ৬-১, ৩-৬, ৬-৭ গেমে বাহরাইনের ইসুফ কোয়াদ এর নিকট পরাজিত হয়। দ্বৈতের খেলায় বাংলাদেশের মো: ইমন ও রুস্তম আলী জুটি ২-৬, ৪-৬ গেমে বাহরাইনের হাসান আব্দুলনবি ও আহমেদ আলসাইদ জুটির নিকট পরাজিত হয়। 

দ্বিতীয় দিনের গ্রুপ পর্যায়ে রাউন্ড রবীন খেলায় বাংলাদেশ দল তুর্কমেনিস্তানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে ০-৩ ম্যাচে পরাজিত হয়। প্রথম এককে বাংলাদেশের জারিফ আবরার ৬-৪, ৩-৬, ১-৬ গেমে তুর্কমেনিস্তানের সেলিম ছায়ালাভ এর নিকট, দ্বিতীয় এককে বাংলাদেশের জুবিন ওমর ৪-৬, ৬-৪, ৬-৭ গেমে তুর্কমেনিস্তানের আলানুর দায়ানজভ এর নিকট এবং দ্বৈতের খেলায় বাংলাদেশের জারিফ আবরার ও তানভির পাশা জুটি ১-৬, ২-৬ গেমে তূর্কমেনিস্তানের মেলিস ওরাজমোহামদো ও ইউরি রোগসকি জুটির এর নিকট পরাজিত হয়।

তৃতীয় দিনে গ্রুপ পর্যায়ে শেষ রাউন্ড রবীন খেলায় বাংলাদেশ দল ব্রুনাই দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে ৩-০ ম্যাচে জয় লাভ করে গ্রুপ পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করে। প্রথম এককে বাংলাদেশের তানভির পাশা ৬-৩, ২-৬, ৭-৬ গেমে ব্রুনাই এর জাভিন ইয়ং কোক লিমকে, দ্বিতীয় এককে বাংলাদেশের রুস্তম আলী ৪-৬, ৬-৪, ৭-৫ গেমে ব্রুনাই এর আইমান আব্দুল্লাহকে এবং দ্বৈতের খেলায় বাংলাদেশের জারিফ আবরার ও মো: ইমন জুটি ৬-০, ৬-১ গেমে আইয়ান চক ও আহমাদ সুলাইমান জুটিকে পরাজিত করে। 

চতুর্থ দিনের ১১-১২তম স্থান নির্ধারনী খেলায় বাংলাদেশ দল মায়ানমারের নিকট ০-২ ম্যাচে পরাজিত হয়ে প্রতিযোগিতায় ১২তম স্থান অধিকার করে। খেলায় প্রথম এককে বাংলাদেশের মো: ইমন ৩-৬, ২-৬ গেমে মায়ানমারের ফি সার সেই এর নিকট এবং দ্বিতীয় এককে বাংলাদেশের জারিফ আবরার ১-৬, ৬-৪, ৫-৭ গেমে মায়ানমারের দাহ ও এর নিকট পরাজিত হয়। 

এবার ডেভিস কাপে বাংলাদেশ দলে খেলেছেন, প্লেইং ক্যাপ্টেন তানভির পাশা (গুলশান ক্লাব লি.), জারিফ আবরার (সেনানিবাস অফিসার্স ক্লাব), জুবিন ওমর (গুলশান ক্লাব), মোহাম্মদ রুস্তম আলী (আমেরিকান ক্লাব), মো. ইমন (টেনিস ক্লাব, রাজশাহী), জাওয়াদ মোহাম্মদ ভূইয়া (উত্তরা ক্লাব লি.)।

প্রতিযোগিতা শেষে বাংলাদেশ দল ২৩ নভেম্বর ২০২৫ দেশে প্রত্যাবর্তন করে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি