ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

তাইজুলের ঘূর্ণি জাদুতে চট্টগ্রামে বাংলাদেশের দাপট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৩, ২৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রামে টেস্টে টসে শুরুটা ভালোই করেছিলো জিম্বাবুয়ে। প্রথম সেশনে দুটি উইকেট হারালেও দ্বিতীয় সেশনে কোনো অঘটন ঘটতে দেননি উইলিয়ামস এবং ওয়েলচ। দুজনে মিলে খেলেন পুরো সেশন। চট্টগ্রামে এদিন বড় স্কোরের দিকেই এগোচ্ছিল জিম্বাবুয়ে। তবে শেষ বিকেলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। তাইজুল ইসলামের ঘূর্ণি ম্যাজিকে স্বস্তি নিয়ে প্রথম দিন শেষ করে বাংলাদেশ। দিন শেষে জিম্বাবুয়ের রান ৯ উইকেটে ২২৭।

বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সোমবার টস জিতে ব্যাটিংয়ে নেমেছিল সফরকারীরা। শুরুতে কিছুটা চাপে রাখলেও প্রথম সেশনের পর বাংলাদেশ ছিল খেই হারানো। প্রথম দুই উইকেটে ১৭৭ রান তুলে বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েছিল জিম্বাবুয়ে। তবে শেষ বিকেলে তাইজুল ইসলামের স্পিন ঝড়ে পাল্টে যায় দৃশ্যপট।

প্রথম ব্রেকথ্রু এনে দেন অভিষেক করা পেসার তানজিম হাসান সাকিব। ১১তম ওভারে ব্রায়ান বেনেটকে উইকেটরক্ষক জাকের আলীর হাতে ক্যাচ বানিয়ে ফেরান তিনি। এরপর বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের ঘূর্ণিতে কুপোকাত হয় জিম্বাবুয়ে ব্যাটিং লাইনআপ। বেন কারেনকে দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড করার মাধ্যমে নিজের শিকার শুরু করেন তিনি।

শুরুতে নিকোলাস ওয়েলচ এবং শন উইলিয়ামস মিলে জিম্বাবুয়েকে বড় সংগ্রহের পথে এগিয়ে নিচ্ছিলেন। ১০৫ রানের দৃঢ় জুটি ভাঙে ওয়েলচের রিটায়ার্ড হার্টে (৫৪)। এর পরপরই নাঈম হাসান দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে জিম্বাবুয়ের ইনিংসে ভাঙন ধরান — ফিরিয়ে দেন অধিনায়ক ক্রেইগ আরভিন (৫) এবং অভিজ্ঞ উইলিয়ামসকে (৬৭)।

তাইজুলের দ্বিতীয় স্পেলে আসে আসল ধাক্কা। ওয়েসলে মাদভেরে (১৫) ক্যাচ দিয়ে ফেরেন, এরপর এক ওভারে টানা দুই বলে ওয়েলিংটন মাসাকাদজা (৬) ও রিচার্ড এনগারাভাকে (০) ফেরান বাঁহাতি এই স্পিনার। এর মাঝে রানআউটে কাটা পড়েন ভিনসেন্ট মাসেকেসা (৮)। ফিরে এসেও সুবিধা করতে পারেননি রিটায়ার্ড ওয়েলচ — তাকেও বোল্ড করেন তাইজুল।

চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ৯ উইকেটে ২২৭ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে জিম্বাবুয়ে। ২১৭ রানে নবম উইকেট হারানোর পর ব্লেসিং মুজারবানি আর তাফাদজাওয়া টিসিগা দিনের শেষভাগে ৫ ওভার কাটিয়ে দিয়েছেন। টিসিগা ১৮ আর মুজারবানি ২ রানে অপরাজিত আছেন।

সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে — প্রথম ইনিংসে ২২৭/৯ (তাইজুল ৫ উইকেট, নাঈম ২ উইকেট)


এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি