ঢাকা, রবিবার   ১১ জানুয়ারি ২০২৬

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলা সেই পরিচালককে শোকজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১২, ১০ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভারতীয় দালাল’ বলে সম্বোধন করায় বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সিলেটে গণমাধ্যমকে এই তথ্য জানান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বোর্ড সভাপতি বলেন, তিনি তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছে, আমরা তাকে জবাব দিতে বলেছি। আমার মনে হয়েছে যে, একজন জাতীয় দলের অধিনায়ককে আমরা যেভাবে দেখেছি, যেভাবে পারফরম্যান্স করেছে, এই ব্যাপারটা হয়তো লেখার আগে আমাদের একটু চিন্তা করা উচিত ছিল। রেসপেক্ট করা উচিত ছিল আরও।

অফিসিয়াল চ্যানেলে কারণ দর্শাতে বলা হয়েছে কি না, এমন প্রশ্নে বুলবুল বলেন, তিনি নিজেও একজন ডিরেক্টর। আমাদের বোর্ড মিটিং আছে, ২৪ তারিখে সম্ভবত, তখন আমরা ব্যাপারটা নিয়ে আরও খোলাখুলি আলোচনা করব।

গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মিরপুরে এক অনুষ্ঠানে বাংলাদেশের বিশ্বকাপ মিশন ও বিসিবির আইনি অবস্থান নিয়ে মন্তব্য করেন তামিম ইকবাল। সেখানে তিনি আবেগের চেয়ে বাস্তবতাকে গুরুত্ব দিয়ে বলেছিলেন। তামিমের ওই বক্তব্যের একটি ফটোকার্ড শেয়ার করে নিজের ফেসবুক আইডিতে নাজমুল ইসলাম লিখেছিলেন,‘এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।’

এরপর সেটি ভাইরাল হতে আলোচনা বাড়ে। সমালোচনার কারণে পরে বিসিবির ওই পরিচালক কার্ডটি ডিলিট করে দেন। তবে নিজের অবস্থানে অনড় থাকার কথাও বলেন। তবে এই বিষয়ে এখনও তামিম নিজে কিছু বলেননি। তবে তার অসম্মানের ঘটনায় একঝাঁক ক্রিকেটার প্রতিবাদ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন।

এমআর//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি