ঢাকা, শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬

তামিমের নেতৃত্বে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ দল ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪০, ২ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

আসন্ন অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার (২ জানুয়ারি) রাতে আজিজুল হাকিম তামিমকে অধিনায়ক করে আসন্ন ২০২৬ অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করা হয়। 

আগামী রোববার (৪ জানুয়ারি) রাতেই বিশ্বকাপ মিশনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে লাল-সবুজের প্রতিনিধিরা। মূল স্কোয়াডের ১৫ জনের পাশাপাশি ৭ জন ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে রেখেছে বিসিবি।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বাসির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, শাহরিয়া আল আমিন, স্বাধীন ইসলাম, মো. আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী এলিন, রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন ইমন।

স্ট্যান্ডবাই: আব্দুর রহিম, দেবাশীষ সরকার দেবা, রাফি উজ্জামান রাফি, ফারহান শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, সানজিদ মজুমদার ও মো. সবুজ।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি