ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

তাসকিন-তানজিম তোপে ৩ উইকেট হারিয়ে বিপাকে শ্রীলঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১২, ২ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ের সামনে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে শ্রীলঙ্কা। মাত্র ১৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে সফরকারীরা। তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিবের আগুনে বোলিংয়ে একের পর এক উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে লঙ্কান ব্যাটিং লাইনআপ।

টেস্ট সিরিজে দুর্দান্ত ফর্মে থাকা পাথুম নিসাঙ্কাকে বেশি সময় টিকতে দিলেন না তরুণ পেসার তানজিম হাসান সাকিব। ইনিংসের শুরুতেই অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে শট খেলতে গিয়ে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। ৮ বল খেলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন এই ওপেনার।

পরে চোট কাটিয়ে ফেরা তাসকিন আহমেদ নিজের তৃতীয় ওভারে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করে ফেরান নিশান মাদুশকাকে। অফ স্টাম্পের বাইরে থাকা বল খেলতে গিয়ে স্টাম্পে টেনে আনেন এই লঙ্কান ব্যাটার। তিনি করেন ১৩ বলে মাত্র ৬ রান।

এরপর ক্রিজে আসেন কামিন্দু মেন্ডিস। তখন আবারও আঘাত হানেন তাসকিন। মিড-অফে দাঁড়ানো মেহেদি হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে বিদায় নেন কামিন্দু মেন্ডিস।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩০ রান করেছে শ্রীলঙ্কা। ক্রিজে রয়েছেন ২০ রান করা কুসাল মেন্ডিস ও অধিনায়ক আসালাঙ্কা। 

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি