ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

দ্বিতীয় ওয়ানডেতেও  অনূর্ধ্ব-১৯ দলের বড় ব্যবধানে হার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৭, ৮ মে ২০২৩

Ekushey Television Ltd.

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও বড় ব্যবধানে হারলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সফরকরী পাকিস্তানের কাছে ৭৮ রানে হেরে ২-০ তে পিছিয়ে গেলো লাল সবুজ যুবারা।

চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে, আজান আওয়াইসের সেঞ্চুরি আর, শামিল হোসেনের হাফ সেঞ্চুরিতে সবকটি উইকেট হারিয়ে ২৭১ রান করে বাংলাদেশ। ১২৫ বলে ১০৫ রান করে আজান আর শামিল করেন ৫১ রান।

টাইগার যুবাদের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন ইকবাল হোসেন ইমন। জবাবে, শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯৩ রানে থামে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন মোহাম্মদ সিহাব জেমস। আর ওপেনার আদিল বিন সিদ্দিকির ব্যাট থেকে আসে ৪০ রান।

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি