ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

নতুন এক মাইলফলকে মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৭, ১২ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

ব্রেস্তের বিপক্ষে শেষ দিকে আক্রমণাত্মক খেলেছে পিএসজি। যোগ করা সময়ে কিলিয়ান এমবাপ্পের পায়ে বল তুলে দেন লিওনেল মেসি। সেই বল থেকে গোল করে দলকে জেতান এমবাপ্পে। 

গোলরক্ষককে কাটিয়ে করা এমবাপ্পের এই গোলে অনন্য রেকর্ড গড়লেন মেসি। এর মাধ্যমে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ক্লাব ক্যারিয়ারে ৩০০ অ্যাসিস্টের মাইলফলক অর্জন করলেন আর্জেন্টাইন সুপারস্টার।

২৭ ম্যাচে ২১ জয় ও তিন ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আরো মজবুত করল পিএসজি। ৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে এক ম্যাচ কম খেলা মার্সেই।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে দুই লেগেই হেরে বিদায় নিয়েছে পিএসজি। তবে লিগ ওয়ানের ম্যাচ দিয়ে ফের জয়ে ফিরল প্যারিসের দলটি। শনিবার রাতে ব্রেস্টকে ২-১ গোলে হারিয়েছে ক্রিস্টাফ গালতিয়েরের শিষ্যরা।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি