ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

নতুন লুকে ‘আগুন’ ধরালেন সানি লিওন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৪, ২৩ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

বলিউডের আবেদনময়ী অভিনেত্রী সানি লিওন। সিনেমার পুরো গল্প জুড়ে হোক কিংবা শুধু আইটেম গান, তার উপস্থিতি মানেই আলাদা উষ্ণতা। আট থেকে আশি সব বয়সীর কাছেই সানি আগ্রহের নাম।

মঙ্গলবার (২৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নতুন লুকের কিছু ছবি প্রকাশ করেছেন সানি। গাঢ় নীল রঙের ফিট জাম্পস্যুট পরা সেই ছবিগুলো এরইমধ্যে বেশ আলোড়ন তুলেছে। মুহূর্তের মধ্যেই হাজারও ভক্ত তাদের শুভেচ্ছা ও মন্তব্য জানিয়েছেন সানির পোস্টে। 

ছবিগুলোর কমেন্টে সানির এক অনুরাগী লিখেছেন, ‘অসাধারণ! অতুলনীয়!’ অপর একজন লিখেছেন, ‘আমার নারী পুলিশ, আমাকে গ্রেপ্তার করুন।’ বাংলাদেশ থেকে একজন ভক্ত লিখেছেন, ‘সিলেট থেকে ভালোবাসা।’ অনেক নারীভক্ত তাদের নিজেদের ছবিও শেয়ার করেছেন সেই পোস্টে।

উল্লেখ্য, সামনে বেশ কিছু সিনেমা মুক্তি পেতে যাচ্ছে সানি লিওনের। এরমধ্যে রাধাকৃষ্ণানের পরিচালনায় ‘পাত্তা', সুরিয়ার পরিচালনায় ‘গিন্না’, যুভানের পরিচালনায় ‘ও মাই ঘোস্ট’ চলতি বছরই মুক্তি পাওয়ার কথা।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি