ঢাকা, বৃহস্পতিবার   ১৫ জানুয়ারি ২০২৬

নাজমুল পদত্যাগ না করলে কাল থেকে সব ধরনের খেলা বন্ধের ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৭, ১৪ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে কঠোর অবস্থান নিয়েছেন ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফায়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিপিএল ম্যাচ শুরুর আগে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দিয়েছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন।

বুধবার (১৪ জানুয়ারি) এক অনলাইন সংবাদ সম্মেলনে মিঠুন বলেন, ‘যেভাবে তিনি আমাদের ক্রিকেটারদের নিয়ে মন্তব্য করেছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আগামীকাল ম্যাচ শুরুর আগে যদি তিনি পদত্যাগ না করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বয়কট করব।’

তামিম ইকবালের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘আপনারা সবাই জানেন, গত কয়েকদিন ধরে কী ঘটছে। একজনকে নিয়ে শুরু হলেও এখন সব ক্রিকেটারকে উদ্দেশ করে যে ভাষা ব্যবহার করা হচ্ছে, তা আমরা কখনোই আশা করি না এবং এটি মেনে নেওয়া যায় না।’

মিঠুন বলেন, এম নাজমুল ইসলামের ব্যবহৃত ভাষা ক্রিকেটাঙ্গনকে গভীরভাবে আঘাত করেছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি