ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নামিবিয়াকে ব্যাটিংয়ে পাঠালো শ্রীলঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৫, ১৬ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

তাসমান সাগরপাড়ে শুরু হয়েছে ধুমধাড়াক্কা টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। সুপার টুয়েলভে ওঠার লড়াইয়ে প্রথম পর্বের ম্যাচে মাঠে নেমেছে এশিয়ার জায়ান্ট শ্রীলঙ্কা এবং আফ্রিকার দেশ নামিবিয়া। এরই মধ্যে সম্পন্ন হয়েছে টস নামক ভাগ্য পরীক্ষা। যেখানে জয়ী হয়ে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।

এবারের এশিয়া কাপের আগে ভাবা হচ্ছিল, শ্রীলঙ্কা বুঝি হারিয়েই গেল। কিন্তু কে জানত, সেই হারিয়ে যাওয়া দলটাই ঘরে তুলবে এশিয়া কাপের শিরোপা! 

আফগানদের বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় দাসুন শানাকার দল। এরপর আর কোনো ম্যাচ না হেরেই শিরোপা জিতেই এশিয়া কাপের সফল মিশন শেষ করে তারা। 

এবার তাদের পরীক্ষাটা আরও কঠিন। র‌্যাংকিংয়ে পিছিয়ে না থাকলে হয়তো সুপার টুয়েলভে সরাসরি খেলত ২০১৪ সালের বিশ্বকাপ জয়ী দলটি। তবুও সুপার টুয়েলভে খেলতে তেমনটা কঠিন পথ পাড়ি দিতে হবে না শানাকার দলের। প্রথম পর্বে 'এ' গ্রুপে তাদের প্রতিপক্ষ নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং নেদারল্যান্ডস। 

এশিয়া কাপের মতো বিশ্বকাপের প্রথম ম্যাচেই মাঠে নেমেছে লঙ্কানরা। প্রতিপক্ষ নামিবিয়া হলেও গত বিশ্বকাপেও সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছিল গেরহার্ড ইরাসমাসের দল। গত বিশ্বকাপেও একই গ্রুপে পড়েছিল শ্রীলঙ্কা-নামিবিয়া। আইসিসির সহযোগী সদস্য এই আফ্রিকান দেশটিকে ৯৬ রানে গুটিয়ে দিয়ে লঙ্কানরা জিতেছিল ৭ উইকেটে।

নামিবিয়া একাদশ:
স্টিফেন বার্ড, ডেভিড উইসে, গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), লোফটি ইটন, জে জে স্মিত, জ্যান ফ্রাইলিঙ্ক, জেন গ্রিন (উইকেটরক্ষক), ডিভান লা কক, মাইকেল ভ্যান লিংগেন, বার্নার্ড শোল্টজ ও বেন শিকঙ্গো।

শ্রীলঙ্কা একাদশ: 
পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), দানুশকা গুনাথিলাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, দুশমন্থা চামিরা, প্রমোদ মদুশান ও মাহিশ থিকশানা।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি