ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাসিরের ঝড়ো ব্যাটিংয়ে তামিমদের হার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৭, ২০ অক্টোবর ২০২২

হাস্যোজ্জ্বল নাসির হোসাইন

হাস্যোজ্জ্বল নাসির হোসাইন

Ekushey Television Ltd.

তামিম-জয়-মোমিনুলের সমন্বয়ে গড়া শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়েও রংপুরের বিপক্ষে প্রতিরোধ গড়তে পারেনি চট্টগ্রাম। বৃহস্পতিবার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের শেষ দিনে নাসির হোসাইনের ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটের জয় নিশ্চিত করে রংপুর।

জাতীয় দলের ব্যাটিং লাইনআপ নিয়েই জাতীয় লিগে খেলছে চট্টগ্রাম বিভাগ। কিন্তু তামিম-মোমিনুল-জয়দের নিয়েও বড় স্কোর গড়তে পারছে না তারা। তামিম (১৯), জয় (১১) ও মোমিনুলের (১৩) ব্যর্থতায় চট্টগ্রাম তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ১২৬ রানে। 

জবাবে নাঈম ইসলামের ৫১ রানে ভর করে ২২২ রানের সংগ্রহ দাঁড় করায় রংপুর। ৯৬ রানে পিছিয়ে থেকে চট্টগ্রাম তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে। কিন্তু দ্বিতীয় ইনিংসেও একই পরিণতি চট্টগ্রামের। 

এবারও বড় রান করতে পারেননি টপ অর্ডারের কেউই। তামিম (২১), মোমিনুল (২২), জয় (৭) রান করে আউট হন। আশার প্রদীপ হয়ে ছিলেন কেবল অধিনায়ক ইরফান শুক্কুর। ৮২ বলে ৬৭ রান আসে তার ব্যাট থেকে। তার এই ইনিংসের ওপর ভর করেই ১৯৯ রান করতে পারে চট্টগ্রাম। তাতে জয়ের জন্য ১০৪ রানের লক্ষ্য পায় রংপুর।

যদিও ৩৩ রানেই রংপুরের তিন টপ অর্ডার ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে কিছুটা উত্তেজনা সৃষ্টি করে চট্টগ্রাম। তবে চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৭৪ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন নাসির হোসাইন ও তানবীর হায়দার। 

নাসির ৪৪ বলে ২ ছক্কা ও ৭ বাউন্ডারিতে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন। অন্যদিকে তানবীরের ব্যাট থেকে আসে ৫৪ বলে ৩৬ রান। আর এতেই ৭ উইকেটে অনায়াস জয় পায় রংপুর।

অন্যদিকে, মুশফিকের অনবদ্য শতকের পর তাইজুলের ৬ উইকেটে ভর করে ঢাকা মেট্রোকে অল্পতে থামিয়ে দিয়ে ১০ উইকেটের বড় জয় পেয়েছে রাজশাহী।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি