নড়াইলে সুলতান উৎসবে শিশুদের মিলনমেলা
নড়াইল সংবাদদাতা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৪তম জন্মদিন উপলক্ষ্যে নড়াইলে চারদিনব্যাপী সুলতান উৎসবের তৃতীয়দিনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে ছবি এঁকে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৫০০ শতাধিক শিশু অংশগ্রহণ করে। এ সময় পাখির ছবি এঁকে দর্শকসহ দেশ-বিদেশের অতিথিদের মুগ্ধ করেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।
এ প্রসঙ্গে চিত্রশিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাস বলেন, এসপি স্যার অসাধারণ ছবি এঁকেছেন। যেন দক্ষ হাতে রঙতুলির ছোঁয়া। কলকাতার গভর্মেন্টস কলেজ অব আর্টস অ্যান্ড ক্রাফটের সহযোগী অধ্যাপক সুমন পাল বলেন, পাখির ছবি এঁকে আমাদের মুগ্ধ করেছেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন। রঙতুলিতে তিনি নান্দনিকতার পরিচয় দিয়েছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আফসার আহমদ, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ অশোক কুমার শীল, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, সদস্য সচিব বিমানেশ চন্দ্র বিশ্বাস, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর প্রলয় ঘোষাল, কলকাতার গভর্মেন্টস কলেজ অব আর্টস অ্যান্ড ক্রাফটের সহযোগী অধ্যাপক সুমন পাল, পশ্চিমবঙ্গের শিল্প সমালোচক পার্থ প্রতিম রায়, আসাদ রহমান প্রমুখ।
চিত্রাঙ্কন শেষে শিশুদের মাঝে খাবার প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম।
এর আগে গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী। উৎসব উপলক্ষ্যে বিভিন্ন পণ্যের একাধিক স্টল বসেছে। এছাড়া স্থানীয় চিত্রশিল্পীদের অংশগ্রহণে চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। সুলতান উৎসবে প্রতিদিন সকাল এবং বিকেলে বিভিন্ন ধরণের অনুষ্ঠান রয়েছে। এ দিকে আগামিকাল শনিবার বিকেল ৩টায় সুলতান উৎসবের শেষদিনে নড়াইলের চিত্রা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন। অসুস্থ অবস্থায় ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর নড়াইলে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। চিত্রশিল্পের মূল্যায়ন হিসেবে ১৯৮২ সালে ‘একুশে পদক’, ১৯৮৪ সালে ‘রেসিডেন্ট আর্টিস্ট’ ১৯৮৬ সালে ‘বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননা’ এবং ১৯৯৩ সালে ‘স্বাধীনতা পদক’ পেয়েছেন। এ ছাড়াও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ম্যান অব দ্য ইয়ার’, নিউইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’ এবং এশিয়া উইক পত্রিকা থেকে ‘ম্যান অব এশিয়া’ পুরস্কার লাভ করেন।
একে//
- নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৬৬
- লিপস্টিক বেশিক্ষণ ধরে রাখার ৫টি টিপস
- আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৫
- নিউজিল্যান্ড-বাংলাদেশ ওয়ানডে
সিরিজ হারাল টাইগাররা - ভাঙচুর করে ক্ষমা চাইলেন পোগবা
- জরুরি অবস্থা জারি করলেন ট্রাম্প
- রোহিঙ্গাদের ওপর নৃসংশতার তদন্ত
আইসিসির সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী - জুভেন্টাসের দাপুটে জয়
- মানুষের স্মৃতি চুরি করতে পারবে হ্যাকাররা?
- ঘুম থেকে দেরিতে উঠলে কী ঘটে?
- জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি
ওয়াজেদ মিয়া ও তার স্বপ্নের রূপপুর - আলোকচিত্রী ফরহাদ হোসেন আর নেই
- টেকনাফে ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণ আজ
- জেনারেল ওসমানীর ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ
- রোহিঙ্গা সঙ্কট
আরও ৯২০ মিলিয়ন ডলার তহবিল চাইল জাতিসংঘ - কাজী আরেফ আহমেদ হত্যার ২০তম বার্ষিকী আজ
- নওগাঁয় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- নিউজিল্যান্ডকে ২২৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
- নিজেকে যত্নে রাখার ৭টি টিপস
- বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আজ
- ১৬ ফেব্রুয়ারি : টিভিতে আজকের খেলা
- পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার ৭৮তম জন্মদিন আজ
- কবি আল মাহমুদ আর নেই