ঢাকা, রবিবার   ১৯ অক্টোবর ২০২৫

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩০, ২৯ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

মিডল অর্ডার ব্যাটার তিলক ভার্মার দুর্দান্ত ইনিংসের সুবাদে এশিয়া কাপের ১৭তম আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনালে ভারত ৫ উইকেটে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানকে। এই নিয়ে রেকর্ড নবমবারের মত এশিয়া কাপের শিরোপা জিতল ভারত। 

রোববার রাতে শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯ দশমিক ১ ওভারে ১৪৬ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ২ বল বাকী থাকতে টানা দ্বিতীয়বারের মত শিরোপা ঘরে তুলে ভারত। এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এই প্রথম ফাইনালে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও ভারত।

দুবাইয়ে টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানায় ভারত। ব্যাট হাতে নেমে পাকিস্তানকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার ফারহান ও ফখর জামান। পাওয়ার প্লেতে ৪৫ রান তুলেন তারা। পরের ওভারে দলের রান ৫০ পূর্ণ করেন ফারহান ও জামান। ইনিংসের নবম ওভারে টি-টোয়েন্টিতে পঞ্চম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন ফারহান। 

৩৫ বলে হাফ-সেঞ্চুরি করার পর ইনিংস বড় করতে পারেননি ফারহান। পরের ওভারে ভারতের স্পিনার বরুণ চক্রবর্তীর বলে তিলক ভার্মাকে ক্যাচ দেন তিনি। ৫টি চার ও ৩টি ছক্কায় ৩৮ বলে ৫৭ রান করেন ফারহান। উদ্বোধনী জুটিতে ৫৮ বলে ৮৪ রান তুলেন ফারহান-জামান। 

প্রথম উইকেট পতনে পর ক্রিজে আসেন সাইম আইয়ুব। জামানের সাথে ১৯ বলে ২৯ রানের জুটিতে দলের রান ১শ’ পার করেন সাইম। ১৩তম ওভারে দলীয় ১১২ রানে জামান-সাইম জুটি ভাঙেন স্পিনার কুলদীপ যাদব। 

এরপর কুলদীপ ও অক্ষর প্যাটেলের সাথে পেসার জসপ্রিত বুমরাহর তোপে তাসের ঘরের মতে ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ। ৪৪ বল ও ৩৩ রানে শেষ ৯ উইকেট পতনে ১৯ দশমিক ১ ওভারে ১৪৬ রানে অলআউট হয় পাকিস্তান। 

১৭তম ওভারেই ৩ উইকেট নেন কুলদীপ। এসময় পাকিস্তান অধিনায়ক সালমান আঘা ৮, শাহিন শাহ আফ্রিদি ও ফাহিম খালি হাতে কুলদীপের শিকার হন। ২টি করে চার-ছক্কায় ৩৫ বলে ৪৬ রান করা জামানকে আউট করেন বরুন।

এছাড়া মোহাম্মদ হারিসকে শূন্য ও হুসেন তালাতকে ১ রানে শিকার করেন প্যাটেল। পাকিস্তানের শেষ দুই উইকেট নেন বুমরাহ। সমান ৬ রান করে বুমরাহর বলে সাজঘরে ফিরেন হারিস রউফ ও মোহাম্মদ নাওয়াজ। 

টপ অর্ডারে ফারহান-জামান ও সাইম ছাড়া পাকিস্তানের পরের আট ব্যাটারের কেউই দুই অংকে পা রাখতে পারেননি।   

৪ ওভারে ৩০ রানে ৪ উইকেট নিয়ে ভারতের সফল বোলার কুলদীপ। ২টি করে উইকেট নেন বুমরাহ-বরুন ও প্যাটেল। 

জয়ের জন্য ১৪৭ রান তাড়া করতে নেমে ২০ রানে ৩ উইকেট হারায় ভারত। দুই ওপেনার অভিষেক শর্মা ৫ ও শুভমান গিল ১২ রানে পাকিস্তানের পেসার ফাহিমের বলে বিদায় নেন। অধিনায়ক সূর্যকুমার যাদবকে ১ রানে থামান পেসার আফ্রিদি। 

শুরুর ধাক্কা সামাল দিতে চতুর্থ উইকেটে জুটি গড়ার চেষ্টা করে সফল হন তিলক ভার্মা ও উইকেটরক্ষক সঞ্জু স্যামসন। উইকেটে সেট হয়ে রানের চাকা সচল করে হাফ-সেঞ্চুরির জুটি গড়েন তারা। ১৩তম ওভারে তিলক-স্যামসন জুটি ভেঙ্গে পাকিস্তানকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার আবরার আহমেদ। ২টি চার ও ১টি ছক্কায় ২১ বলে ২৪ রান করেন স্যামসন। 

দলীয় ৭৭ রানে স্যামসন ফেরার সময় ৪৬ বলে ৭০ রান দরকার ছিল ভারতের। পঞ্চম উইকেটে ৪০ বলে ৬০ রানের জুটি গড়ে ভারতের জয়ের আশা বাঁচিয়ে রাখেন তিলক ও শিবম দুবে। ১৯তম ওভারের শেষ বলে সাজঘরে ফিরেন দুবে। তখন শেষ ওভারে জয়ের জন্য ১০ রান প্রয়োজন ছিল ভারতের।

রউফের করা শেষ ওভারের প্রথম বলে ২, দ্বিতীয় বলে ছক্কা ও তৃতীয় বলে ১ রান নিয়ে স্কোর সমান করেন তিলক। আর চতুর্থ বলে চার মেরে ভারতের জয় নিশ্চিত করেন রিঙ্কু সিং। 

দুবে ২টি করে চার-ছক্কায় ২২ বলে ৩৩, ৩টি চার ও ৪টি ছক্কায় ৫৩ বলে অপরাজিত ৬৯ রান করেন তিলক। ৪ রানে অপরাজিত থাকেন রিঙ্কু। 

পাকিস্তানের ফাহিম ২৯ রানে ৩ উইকেট নেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি