ঢাকা, শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫

পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৭, ৫ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে পাকিস্তানকে অল্প রানে গুটিয়ে দিয়ে দারুণ এক জয় তুলে নিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। শুক্রবার (৫ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। কক্সবাজারের এই জয়ের ফলে সিরিজে ১-১ সমতা ফিরল। 

টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তান। বিশেষ করে পেসার হাবিবা ইসলাম পিংকির আগুনে বোলিংয়ে মাত্র ৮০ রানেই থামে সফরকারীদের ইনিংস। হাবিবা একাই শিকার করেন ৪ উইকেট। এছাড়া জারিন তাসনিম লাবণ্য একটি উইকেট নেন। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন কোমাল খান। এছাড়া জুফিশান আয়াজ ১৭ ও রাভাইল ফারহান ১৫ রান করেন।

৮১ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৪ রানের মাথায় বিদায় নেন অধিনায়ক অরিত্রী মণ্ডল (২)। একে একে আরো তিন সতীর্থকে ড্রেসিংরুমের পথ ধরতে দেখলেন ওপেনার সুমাইয়া আক্তার। তাতে শঙ্কা জেগেছিল প্রথম ম্যাচের মতোই ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয় দেখবে কিনা বাংলাদেশ। তবে সেই শঙ্কা দূর করেন সুমাইয়া।

দলীয় ৩৬ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশকে পথ দেখান তিনি। পঞ্চম উইকেটে ফারজানা ইয়াসমিনকে সঙ্গী করে ২৭ রানের জুটি গড়ে ম্যাচ বের করে আনেন তিনি।

জয় নিয়ে অবশ্য মাঠ ছাড়তে পারেননি সুমাইয়া-ইয়াসমিন। দুজনই দলীয় ৬৩ রানে বিদায় নেন। ইয়াসমিনের ১০ রানের বিপরীতে সর্বোচ্চ ৩২ রান করেন সুমাইয়া। পরে আরো এক উইকেট হারায় বাংলাদেশ। তবে ১৩ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছেন সাদিয়া আক্তার। পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন আলিশা মুক্তিয়ার ও মেমোনা খালিদ।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি