ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

পুত্র সন্তানের বাবা হলেন মিরাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩১, ১০ অক্টোবর ২০২০ | আপডেট: ১১:৪৫, ১০ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

পুত্র সন্তানের বাবা হলেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। শনিবার সকাল ১০টায় পুত্র সন্তানের জন্ম দিয়েছেন মিরাজের স্ত্রী রাবেয়া আক্তার প্রীতি।

জানা যায়, মা ও ছেলে দুইজনই সুস্থ আছে। সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মিরাজ। শিশুটির নাম এখনো জানানো হয়নি।

এ নিয়ে মিরাজ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আনন্দের সহিত জানাচ্ছি যে, আজ আনুমানিক সকাল ১০টার সময় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমার প্রথম সন্তানের জন্য সবাই দোয়া করবেন। সকল প্রশংসা মহান আল্লাহ তা’লার।’

প্রসঙ্গত, গত বছরের মার্চ মাসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন মিরাজ। খুলনার মেয়ে রাবেয়া আক্তার প্রীতির সাথে ৬ বছর প্রেমের পর বিয়ে করেন তিনি। ঢাকঢোল না বাজিয়ে ঘরোয়া পরিবেশেই হঠাৎ করে শুভকাজটি সম্পন্ন করেছিলেন এই তরুণ ক্রিকেটার। গত বছর ওই সময়টাতে নিউজিল্যান্ড সফরের ধাক্কার পরে জাতীয় বেশ কয়েকজন ক্রিকেটারই বিয়ের পিঁড়িতে বসেছিলেন। তাদের মধ্যে মিরাজও একজন।

বিয়ের দেড় বছরের মাথায় প্রথম সন্তানের মুখ দেখলেন মিরাজ। রাজধানীর একটি হাসপাতালে শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টা নাগাদ মিরাজের প্রথম সন্তান পৃথিবীতে এসেছে বলে নিশ্চিত করেছে তার ঘনিষ্ঠজন। 
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি