ঢাকা, রবিবার   ১১ জানুয়ারি ২০২৬

বর্তমানে বাংলাদেশ দলে বিশ্বমানের খেলোয়াড়ের অভাব: মঈন আলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৮, ১০ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট টাইটান্সের হয়ে খেলতে আসা ইংলিশ অলরাউন্ডার মঈন আলি বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থা নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন। শনিবার (১০ জানুয়ারি)  গণমাধ্যমের মুখোমুখি হোন তিনি।

বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান এবং অতীতের মধ্যে মূল পার্থক্য নিয়ে মঈন আলী বলেন, আগের দলে বিশ্বমানের কয়েকজন খেলোয়াড় থাকলেও বর্তমান সেই মানের খেলোয়াড়ের অভাব রয়েছে।

মঈন বলেন, ‘আমার মনে হয়, আগে হয়তো দুই-তিনজন বিশ্বমানের খেলোয়াড় ছিল—যেমন তামিম, সাকিব। তারা বড় খেলোয়াড় ছিল। শুধু বিশ্বমানের খেলোয়াড় হওয়া নয়, তাদের ক্যারেক্টারও খুব ভালো ছিল। তারা ফাইটার ছিল, আর যেভাবে খেলত, তারা ছিল মানসম্পন্ন খেলোয়াড়। দীর্ঘ সময় ধরে এই দুজনকে পাওয়াটা বাংলাদেশের জন্য বড় সৌভাগ্যের ছিল।’

বর্তমান দল প্রসঙ্গে মঈন আলী কিছুটা ভিন্ন চিত্র তুলে ধরে বলেন, ‘এখন আমার মনে হয়, ভালো খেলোয়াড় বেশি আছে, কিন্তু সেই লেভেলের খেলোয়াড় নেই। এটাই এখন পর্যন্ত মূল সমস্যা। মানে, একটা নির্দিষ্ট লেভেলে অনেক ভালো খেলোয়াড় আছে, কিন্তু এই মুহূর্তে সেই বিশ্বমানের খেলোয়াড়রা নেই।’

কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে ব্যতিক্রম হিসেবে দেখছেন এই ইংলিশ তারকা। তিনি বলেন, ‘অবশ্যই মুস্তাফিজ বিশ্বমানের। আমি জানি সে কতটা কার্যকর। তবে দলের জন্য বিশেষ চারিত্রিক দৃঢ়তা দরকার, যার ঘাটতি আমি বর্তমান দলে দেখছি। বাংলাদেশ ক্রিকেট উন্নতি করেছে ঠিকই, কিন্তু সব দিক থেকে নয়। বিশেষ করে মানসিক শক্তির জায়গায় আগের সেই শক্ত অবস্থানটা এখন আর দেখা যাচ্ছে না।’

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি