ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

বাফুফে নির্বাচনের তারিখ ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৮, ৭ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (৭ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯, ১০ ও ১১ অক্টোবর মনোনয়নপত্র দেয়া হবে। মনোনয়নপত্র জমার তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ও ১৫ অক্টোবর। আর যাচাই বাছাই করা হবে ১৬ অক্টোবর।

মেজবাহ উদ্দিন বলেন, এবার মোট ২১টি পদে নির্বাচন হবে। সভাপতি একজন, সিনিয়র সভাপতি একজন, সহ সভাপতি চারজন, সদস্য ১৫ জন নিয়ে মোট ২১ জন।

এর আগের চার মেয়াদেই প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মেজবাহ।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি