ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫

বার্সার জালে রোমার ৪ গোল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৮, ১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক চ্যাম্পিয়ন কাপের প্রথম লেগে বার্সেলোনার জালে গুনেগুনে চার গোল দিয়েছে টিম রোমা। গত বছর চ্যাম্পিয়ন ট্রফিতেও খালি হাতে বিদায় নিতে হয়ছে টিম বার্সাকে।

মৌসুমের শুরুতেই বার্সার জয়রথ থামিয়ে দেওয়া রোমাও আছে তাই আত্মবিশ্বাসের তুঙ্গে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম এদিন বার্সার হয়ে প্রথম গোল করলেও তার দল হেরেছে ৪-২ ব্যবধানে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত ম্যাচে বার্সার হয়ে প্রথম গোল পায় ম্যালকম।

৪৫.৬ মিলিয়ন ডলারে বার্সেলোনায় পাড়ি দেন ম্যালকম। তার উপর প্রত্যাশাও ছিল সবার। সবার প্রত্যাশা মতো গোল পেয়েছিলেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে এগিয়ে দেন ম্যালকম। তবে তার বেশিদূর ধরে রাখতে পারেনি টিম বার্সা। এর আগে বার্সার পক্ষে প্রথম গোলটি করেন রাফিন হা।

ইতালির দল রোমার ভাগ্য যে এদিনে সুপ্রসন্ন। দ্বিতীয়ার্ধের শেষ দিকে দলের ধার বাড়ায় টিম রোমা। আলেকজান্দ্রো ফ্লোরেনচি, বায়ার্ন ক্রিস্টিয়ান ও দিয়াগো পেরোটির গোলে শেষ পর্যন্ত জয় পায় রোমা।

এদিকে আন্তর্জাতিক চ্যাম্পিয়ন কাপে রোমা ২ ম্যাচে ১ জয়ে উঠে এসেছে নবম অবস্থানে। অপরদিকে বার্সেলোনা দুই ম্যাচের এক জয় আরেক পরাজয়ে আছেন র‌্যাঙ্কিংয়ের ১৪ নাম্বারে। তবে এবারের মৌসুমে সেরা চমক জুভেন্টাস। দুই ম্যাচ খেলে দুই জয়ে তারা আছে চতুর্থ অবস্থানে। অন্যদিকে প্রথম অবস্থানে আছে টটেনহাম। দুইয়ে আছে, বরুশিয়া ডর্টমুন্ড । আর সমানসংখ্যক ম্যাচে ৫ পয়েন্ট নিয় তিনে আছে লিভারপুল।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি