ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

বিগব্যাশ থেকে অবসর নিলেন জনসন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২০, ২৫ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বিশ্বব্যাপী টি-২০ ফরম্যাটের ঘরোয়া ক্রিকেটে নিজের খেলা চালিয়ে যাবেন অজি বোলার মিশেল জনসন। তবে বিগব্যাশ লিগ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অজি এ ফার্স্ট বোলার।

পার্থের স্কোরচারের হয়ে গত দুই মৌসুমে দারুণ পারফরম্যান্স করেছেন জনসন। ২০১৬-১৭ মৌসুমে দলকে এনে দিয়েছেন শিরোপা। শেষ ম্যাচে চার ওভারে ১৩ রান দিয়ে নিয়েছিলেন এক উইকেট। এতে দলও পেয়েছিল সহজ জয়।

জনসন বিগব্যাশে ২০ ম্যাচ খেলে ১৯ উইকেট তুলে নেন। ম্যাচপ্রতি ২২ দশমিক ২ রান দিয়েছেন এ ক্রিকেটার। সেমিফাইনালে মেলবোর্ন স্টারের বিপক্ষে ৩ রান খরচে ৩ উইকেট নেওয়া বিগব্যাশে তার সেরা পারফরম্যান্স।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি