ঢাকা, বুধবার   ০১ অক্টোবর ২০২৫

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন আসিফ আকবর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৬, ১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৭:১৭, ১ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন।বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর।

 জানা যায়, বুধবার (১ অক্টোবর) ছিল প্রার্থিতা বাতিলের শেষ দিন। দুপুর ১২টা পর্যন্ত ছিল মনোনয়ন বাতিলের শেষ সময়। এর মধ্যে তামিম ইকবালসহ ১৬ জন পরিচালক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হচ্ছেন আসিফ আকবর।  

এদিকে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন আহসান ইকবাল চৌধুরী।

উল্লেখ্য, জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর একসময় ছিলেন ক্রিকেটার । নব্বই দশকের শুরুর দিকে ঢাকা প্রথম বিভাগ লিগে খেলেছেন ইয়ং পেগাসাসের হয়ে। আর কুমিল্লা লিগে তো খেলেছেন স্কুলজীবন থেকেই। নির্মাণ স্কুল ক্রিকেটে কুমিল্লা জিলা স্কুল ও আন্তকলেজ ক্রিকেটে ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধিনায়ক। একটা সময় খেলা ছেড়ে গানে মনোযোগ দেন আসিফ।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি