ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

বড় ব্যবধানে কুমিল্লার জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৩, ২৮ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৯:৪৬, ২৯ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৯ উইকেটে জয় লাভ করেছে। বিপিএলের ৩২তম ম্যাচে আজ মুখোমুখি হয় খুলনা টাইটান্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম বারের মতো তারা এই ম্যাচের মাধ্যমে মুখোমুখি হয়। আর শেষ হাসিটা হাসে কুমিল্লা।

খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। কিন্তু মাঠে তারা কুমিল্লার কাছে সুবিধা করতে পারেননি। ১৯.২ ওভারে মাত্র ১১১ রানে অলআউট হয়ে যায় খুলনা টাইটান্স। ১১২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩.৫ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

তামিম ইকবাল জয়ের লক্ষ্য নেমে ৬৪ রানে থাকেন অপরাজিত। ৪২ বলে ১২টি চারের সাহায্যে এই রান করেন তিনি। তার সঙ্গে ২২ রানে অপরাজিত থাকেন ইমরুল কায়েস। আর লিটন কুমার দাস ২১ রান করে কাইল অ্যাবোটের বলে আউট হন।

সংক্ষিপ্ত স্কোর :

খুলনা টাইটান্স : ১৯.২ ওভারে ১১১/১০।

খুলনা ব্যাটিং : আরিফুল হক ২৪, শফিউল ইসলাম ১৬, কাইল অ্যাবোট ১৬ ও মাহমুদউল্লাহ রিয়াদ ১৪।

কুমিল্লা বোলিং : শোয়েব মালিক ৩-০-১৪-৩, আল-আমিন ৪-০-২০-৩, মেহেদী হাসান ২-১-৮-১।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৩.৫ ওভারে ১১২/১।

কুমিল্লা ব্যাটিং : তামিম ৬৪*, ইমরুল ২২* ও লিটন ২১।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি