ঢাকা, বৃহস্পতিবার   ২৫ সেপ্টেম্বর ২০২৫

ভারতকে ১৬৮ রানে আটকে দিয়েছে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৯, ২৪ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

পাওয়ার প্লেতেই বিনা উইকেটে ৭২ রান তুলে ফেলেছিল ভারত। এরপর জোড়া উইকেট শিকার করে বাংলাদেশকে ম্যাচে ফেরান লেগস্পিনার রিশাদ হোসেন। এরপর মোটামুটি ভালো বোলিং করে ভারতকে ১৬৮ রানে আটকে দিয়েছে বাংলাদেশের বোলাররা। জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ১৬৯ রান। 

টস জিতে ফিল্ডিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। প্রথম তিন ওভারে মাত্র ১৭ রান দিয়ে। সঙ্গে একটা উইকেট শিকারের দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু ব্যক্তিগত ৭ রানে অভিষেকের ক্যাচ মিস করায় বাংলাদেশকে ‘ঝড়ের মুখে’ ফেলে দেন অধিনায়ক জাকের।

তানজিম হাসান সাকিবের বলে ক্যাচ পাওয়ার পরেই চার-ছক্কার বৃষ্টি নামাতে থাকেন অভিষেক। এতটাই যে পাওয়ার প্লের শেষ তিন ওভারে শুবমান গিলকে সঙ্গী করে ৫৫ রান তোলেন তিনি। এতে ৬ ওভারে ৫০ হওয়া নিয়ে যখন শঙ্কা দেখা দিয়েছিল সেই রান কি না বিনা উইকেটে ৭২ দাঁড়ায়।

সেই ঝড় থামান রিশাদ হোসেন। ৭ রানের ব্যবধানে ২ উইকেট তুলে নিয়ে। ফেরান গিল ও শিবম দুবেকে। তবে অভিষেকের ব্যাটে ঠিকই ঝড় বইছিল। তার তাণ্ডব থামে রিশাদেরই দুর্দান্ত ফিল্ডিংয়ে। দলীয় ১১২ রানের সময় পয়েন্টে ক্ষিপ্রতার সঙ্গে বল ধরে নন স্ট্রাইক প্রান্তে মুস্তাফিজুর রহমানকে দেন। বলে ধরেই স্টাম্প ভেঙে দেন বাঁহাতি পেসার। তাতে অভিষেকের ৭৫ রানের ঝড় থামে। ২০২.৭০ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজান ৫ ছক্কা ও ৬ চারে।

ভাগ্যকে পাশে পাওয়া বাংলাদেশ পরে দ্রুত সূর্যকুমার যাদব ও তিলক ভার্মাকে আউট করে রানের চাকা টেনে ধরে। কেননা প্রথম ১০ ওভারে ২ উইকেটে ৯৬ রান করা ভারত শেষ ৬০ বলে নিয়েছে মাত্র ৭২ রান। 

শেষ দিকে ৩৮ রানের ইনিংস খেলে ভারতকে ৬ উইকেটে ১৬৮ রানের সংগ্রহ এনে দেন হার্দিক পান্ডিয়া। ২৯ বলের ইনিংসটিতে ৪ চার ও ১ ছক্কায়। 

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছে রিশাদ। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি