ঢাকা, মঙ্গলবার   ২৮ অক্টোবর ২০২৫

ভারতে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৫, ২৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৭:৩০, ২৫ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে অনুষ্ঠিত হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। ভারতে খেলতে এসে বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন দুর্দান্ত ছন্দে থাকা অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। শ্লীলতাহানির শিকার হয়েছেন দুই অজি নারী ক্রিকেটার।

এ তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে জানানো হয়েছে, মধ্যপ্রদেশের ইন্দোরে এক বাইক আরোহী ওই ক্রিকেটারদের অনেকক্ষণ ধরেই অনুসরণ করছিলেন। পরে তাদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। 

দেশটির পুলিশের মতে, গত ২৩ অক্টোবর সন্ধ্যায় ঘটনাটি ঘটে। এই ঘটনায় আকিল খান নামের ওই বাইক আরোহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ইন্দোরের হোলকার স্টেডিয়ামে নামার আগে বৃহস্পতিবার সন্ধ্যায় খাজরানা রোড অঞ্চলে ঘুরতে বেরিয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা হোটেল থেকে বের হওয়ার পরই একটি বাইক তাদের অনুসরণ করতে থাকে। পাশেই একটা একটা ক্যাফের দিকে যাওয়ার সময় ওই বাইকটি তাদের কাছে এসে অশ্লীলভাবে শরীর স্পর্শ করে পালিয়ে যায়। দ্রুত ওই ক্রিকেটাররা হোটেলে বার্তা পাঠান।

ক্রিকেটারদের নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার ড্যানি সিমন্স স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করেন। ঘটনার কথা জানতে পেরেই এসিপি হিমানি মিশ্র ওই দুই ক্রিকেটারের সঙ্গে কথা বলেছেন। দুজনের অভিযোগের পর এমআইজি থানায় ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ নম্বর ও ৭৮ নম্বর ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।

অভিযুক্তদের ধরতে পাঁচটি থানার অফিসারদের নিয়ে একটি দল গঠন করা হয়েছিল। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ আকিল খান নামের ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, আকিলের বিরুদ্ধে আগেও ফৌজদারি মামলা রয়েছে।

এ ঘটনার পর আজ শনিবার (২৫ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলাতে নামছে অস্ট্রেলিয়া। দুই দলই এরই মধ্যে সেমিফাইনালে নিশ্চিত করেছে।

এএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি