ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

মনিটরিং থাকার পরেও নিত্যপণ্যের বাজার চড়া

সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৯, ২৪ মার্চ ২০২৩ | আপডেট: ১৪:০০, ২৪ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

রমজানের প্রথমদিন ভোক্তা অধিকারের বাজার মনিটরিং সত্ত্বেও নিত্যপণ্যের বাজার চড়া। তরমুজ, খেজুরসহ দেশি বিদেশি সব ফলের বাজার ঊর্ধ্বমুখী। সব ধরনের মাছের দামও কেজিতে ৩০ থেকে ৫০টাকা বেশি। চার বড় কোম্পানি ব্রয়লার মুরগির দাম ১৯৫ টাকা করার ঘোষণা দিলেও বাজারে এর প্রভাব এখনো পড়েনি।

রমজানের প্রথম দিনের বাজার। একদিন আগে ব্রয়লার মুরগির দাম ফার্ম থেকে ১৯৫টাকা নির্ধারণ করা হলেও বাজারে আগের ২৬০টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগি ৭শ আর কক মুরগি ৩৮০টাকায় বিক্রি হচ্ছে। 

সবধরনের মাছের দামও বাড়তি। বিক্রেতারা জানান, মাছের যোগান কম, চাহিদা বেশি। 

রমজানের আগে থেকেই চড়া ফলের বাজার। বিশেষ করে খেজুরের দাম বেড়েছে অস্বাভাবিক। শুধু খেজুরই নয়, দেশি-বিদেশি সব ধরনের ফলের দাম বেশি। দেশি তরমুজ কেজিতে বিক্রির ওপর নিষেধাজ্ঞা থাকলেও মানছে না বিক্রেতারা। 

দাম বেড়েছে লেবু, শশা, কলাসহ বেশিরভাগ পণ্যের। বড় সাইজের এক হালি লেবু বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০টাকায় ।

পণ্যের দরে লাগাম না থাকায় বিপাকে ক্রেতারা। 

এদিকে, বাজার মনিটরিং করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তারা জানান, কিছু প্রতিষ্ঠানকে জরিমানা করার পাশাপাশি বাজার কমিটিকে বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে। 
 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি