ঢাকা, বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬

মাঠে নামার জন্য প্রস্তুত রোনালদো-ডি লিট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৪, ২১ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

নতুন মৌসুমে মাঠে নামার জন্য প্রস্তুত জুভেন্টাস দলের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও সদ্য যোগ দেয়া ডাচ ডিফেন্ডার ম্যাথিস ডি লিট।

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের জন্য সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে অনুশীলন করেছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। এসময় উপস্থিত ছিলেন পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো ও আয়াক্স থেকে নতুন যোগ দেয়া ম্যাথিস ডি লিট।

আর কোচ হিসেবে জুভেন্টাসের দায়িত্ব নিয়ে ভালো কিছু করার পরিকল্পনাই করছেন মাউরিসিও সারি। তার মতে, আক্রমণভাগে দারুণ খেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কেননা সে একজন অভিজ্ঞ খেলোয়াড়, যে কোনো পজিশনেই খেলতে পাববেন রোনালদো। আর দলের জন্য নিজের সর্বোচ্চটা দিতে চান সাবেক এই ইতালিয়ান ফুটবলার।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি