ঢাকা, রবিবার   ১৭ আগস্ট ২০২৫

মাঠে ফিরেই মেসির চমক, জয়ের ধারায় মায়ামি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৬, ১৭ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

ইনজুরির কারণে ১৫ দিনের বিরতির পর মাঠে ফিরলেন লিওনেল মেসি। তার ফেরাতেই বদলে গেল ইন্টার মায়ামির চিত্র। গোল-অ্যাসিস্টে জয় নিশ্চিত করেছেন মেসি। লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে মায়ামি।

ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে বিরতির পরপরই মাঠে নামেন আর্জেন্টাইন মহাতারকা। তাকে ছাড়া ম্যাচের শুরুতেও দারুণ খেলছিল মায়ামি। ৪৩ মিনিটে জর্ডি আলবার গোলে এগিয়ে যায় দলটি। তবে বিরতির পর ৫৯ মিনিটে পেইন্টসিলের গোলেই সমতায় ফেরে গ্যালাক্সি।

এরপরই দৃশ্যপটে আসেন মেসি। ৮৪ মিনিটে বক্সের বাইরে থেকে দুই ডিফেন্ডার কাটিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে জাল কাঁপান আর্জেন্টাইন অধিনায়ক। চলতি মৌসুমে মেজর সকার লিগে এটি মেসির ১৯তম গোল।

শেষ দিকে আবারও নায়ক হয়ে ওঠেন তিনি। ৮৯ মিনিটে মেসির পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান লুইস সুয়ারেজ। দারুণ এক ব্যাকহিল পাসে বক্সের ভেতর সুয়ারেজকে পাস দেন মেসি। কিছুটা সামনে এগিয়ে তাকে গোলে পরিণত করেন উরুগুইয়ান তারকা। 

ফলে ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। এবারের লিগে এটি ইন্টার মায়ামির ১৩তম জয়। 

২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে মায়ামি, শীর্ষে থাকা ফিলাডেলফিয়া ৩ ম্যাচ বেশি খেলে ৬ পয়েন্ট সামনে। 

মায়ামির পরের ম্যাচ বুধবার লিগস কাপের কোয়ার্টার ফাইনালে তাইগ্রেস ইউএএনএলের বিপক্ষে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি