ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১১, ২০ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

সম্প্রতি শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এবার ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের খেলতে নেমেছে লাল-সবুজের জার্সিধারীরা। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক লিটন দাস।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার (২০ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতেছেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। 

অর্থাৎ পাকিস্তান প্রথমে ব্যাট করবে।

পাকিস্তানের বিপক্ষে এ ম্যাচে বাংলাদেশ আজ মাঠে নামছে একাদশে তিন পেসার নিয়ে। তাসকিন আহমেদের সঙ্গে থাকছেন তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে থাকবেন পারভেজ ইমন। এছাড়া ব্যাটংয়ে আরও থাকছেন তৌহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী।

বাংলাদেশ একাদশ
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তৌহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান। 

পাকিস্তান একাদশ
ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হাসান নওয়াজ, সালমান আগা (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আবরার আহমেদ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি