ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

রাবিপ্রবিতে দীপংকর তালুকদার ভবন উদ্বোধন

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ২২:১৫, ২৩ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থানীয় সাংসদ দীপংকর তালুকদারের নামে ভবন উদ্বোধন করা হয়েছে। রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী রাবিপ্রবি একাডেমিক ভবন-১ এর নামকরণ করা হয় “দীপংকর তালুকদার ভবন”।

রোববার (২৩ জানুয়ারি) সকালে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি আসনের সাংসদ দীপংকর তালুকদার।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা বলেন, 'রাবিপ্রবির প্রতিষ্ঠালগ্ন থেকে সংসদ সদস্যের অবদানের স্বীকৃতিস্বরুপ এ ভবনটির নামকরণ করা হয়েছে। প্রথম রিজেন্ট বোর্ডের সভায় সর্বসম্মতভাবে এ ভবনটির নামকরণের বিষয়ে সিদ্ধান্ত হয়'

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পার্বত্য রাঙ্গামাটি জেলার সাংসদ দীপংকর তালুকদার বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী যদি রাজি হন তাহলে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম জননেত্রী শেখ হাসিনার নামে করার প্রচেষ্টা করা হবে'।

রাবিপ্রবি একাডেমিক ভবন-১ এর নাম “দীপংকর তালুকদার ভবন” নামকরণ করায় তিনি রাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর, রিজেন্ট বোর্ড এবং সাধারণ শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাহমুদা বেগম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মো. কামাল উদ্দিন, রাবিপ্রবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা এবং রাবিপ্রবি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি