ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫

শুরুর ধাক্কা সামলে ধীরে এগুচ্ছে উইন্ডিজ

প্রকাশিত : ২২:৪৬, ৬ জুন ২০১৯

Ekushey Television Ltd.

ট্রেন্টব্রিজে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ২৮৯ রান। বড় রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৯৯ রানেই নেই ৩ উইকেট। এভিন লুইচ ১, ক্রিস গেইল ২১ ও নিকোলাস পুরান প্যাভেলিয়নে ফেরেন ৪০ রানে। ১টি করে উইকেট পান মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা। শুরুর ধক্কা সামলে ধীরে এগুচ্ছে গেইলরা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৩ রান। শুরুর ধাক্কা সামলে লড়ছে শাই হোপ ৬২ এবং হোল্ডার ১৩ রানে।

নটিংহ্যামের ট্রন্টব্রিজে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ক্যারিবীয় বোলিং তোপে নাকাল হয়ে পড়ে অস্ট্রেলিয়া। কিন্তু সেই ছোট রানের লজ্জার হাত থেকে ত্রাতা হয়ে দাঁড়ান অজি পেসার কুল্টার নাইল।

৬০ বলে খেলেন ৯২ রানের দুর্দান্ত এক ইনিংস। যাতে ছিল ৮ চার আর ৪টি ছক্কার মার। এছাড়াও স্টিভেন স্মিথ খেলেন ৭৩ রানের এক ইনিংস ও উইকেট রক্ষক ব্যাটসম্যান এলিক্স কেরির ব্যাট থেকে আসে ৪৫ রান।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২টি করে উইকেট নেন ওসানে থমাস, আন্দ্রে রাসেল আর শেলডন কটরেল।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি