শেষ সময়ের গোলে আজারবাইজানের কাছে হারল বাংলাদেশ
প্রকাশিত : ২১:৫৮, ২ ডিসেম্বর ২০২৫
ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচে ইউরোপের আজারবাইজানের বিপক্ষে অভিষেক ম্যাচে শেষ মুহূর্তের গোলে হেরেছে স্বাগতিক বাংলাদেশ।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে আজারবাইজানের বিপক্ষে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
এর আগে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ০-১ গোলে হেরেছিল।
অপরদিকে, মালয়েশিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের পর বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ে ত্রিদেশীয় সিরিজ জিতে নিয়েছে আজারবাইজান।
ম্যাচের ১৯ মিনিটে গোল করে আজারবাইজানকে এগিয়ে দিয়েছিলেন দলটির অধিনায়ক জাফারজাদে। মারিয়া মান্দা ৩৪ মিনিটে দুর্দান্ত ভলিতে সমতা ফেরান। ৮৪ মিনিটে রক্ষণের দুর্বলতাকে কাজে লাগিয়ে আজারবাইজান ব্যবধান ২-১ করে। বাম দিক থেকে ইয়েলিজের ক্রস থেকে শটে গোল করেন মানি এরসা।
উল্লেখ্য, আজরাবাইজানের র্যাংকিং ৭৪। বাংলাদেশের ১০৪। ত্রিশ ধাপ এগিয়ে থাকলেও ইউরোপীয়ান দলের বিপক্ষে বাংলাদেশ প্রায় সমান তালেই লড়েছে।
এমআর//










