ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

সন্ধ্যায় মোহনবাগানের মুখোমুখি চট্টগ্রাম আবাহনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৬, ২৫ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৬:০৭, ২৫ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে টানা দুই জয়ে সেমিফাইনালে এক পা দিয়েই রেখেছে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী। আজ শুক্রবার কলকাতার জায়ান্ট মোহনবাগানের বিপক্ষে ড্র করলেও সেমিফাইনাল নিশ্চিত হবে তাদের।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। সেমিফাইনাল নিশ্চিতের লক্ষ্য নিয়ে মাঠে নামছে দুই দলই।

দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে স্বাগতিকরা। আজ জয় অথবা ড্র করলেই সেমিফাইনাল নিশ্চিত হবে তাদের। হারলেও সম্ভবনা থাকবে তবে তার জন্য অপেক্ষা করতে গ্রুপের অপর ম্যাচের ফলের দিকে।

এদিকে, শুরুটা ভালো না হলেও দ্বিতীয় ম্যাচ জিতে ৩ পয়েন্ট নিয়ে সেমির আশা বাঁচিয়ে রেখেছে মোহনবাগান। তাই জয় ভিন্ন গতি নেই ভারতের মোহনবাগানের।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি