ঢাকা, শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫

সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৭, ২১ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে সেমিফাইনালের ম্যাচে ভারত ‘এ’ দলের বিপক্ষে সুপার ওভারের জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

সুপার ওভারে রিপন মন্ডলের দুর্দান্ত বোলিংয়ে পরপর দুই বলেই ভারত দুই উইকেট হারায়। ফলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় স্রেফ ১ রান। সেই সহজ লক্ষ্য কঠিন করে তোলার পর ওয়াইডের কল্যাণে জিতে ফাইনালে উঠল বাংলাদেশ।

শুক্রবার (২১ নভেম্বর) সেমিফাইনালে বাংলাদেশের দেওয়া ১৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে টাইগারদের ভুলে ভারত ১৯৪ রানে অলআউট হয়। এতে ম্যাচটি টাই হয়ে সুপার ওভারে গড়ায়।

সুপার ওভারে বল করতে এসে রিপন মন্ডল ছিলেন অপ্রতিরোধ্য। পরপর দুই বলেই ভারতের দুই ব্যাটসম্যানকে আউট করে তিনি ম্যাচের ভাগ্য গড়ে দেন। এর ফলে আকবর আলিদের সামনে ফাইনালের টিকিট নিশ্চিত করার জন্য লক্ষ্য দাঁড়ায় মাত্র ১ রান।

যদিও সহজ এই লক্ষ্যও তাড়া করতে গিয়ে কিছুটা নাটকীয়তা সৃষ্টি করে বাংলাদেশ।

প্রথম বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে আউট হয়ে যান ইয়াসীর আলী। তবে শেষমেশ ভারতীয় বোলারের একটি ওয়াইডের কল্যাণে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

নাটকীয় এই জয়ের মাধ্যমে বাংলাদেশ ঐতিহাসিক ফাইনালে নিজেদের স্থান পাকা করে নিল।

এমআর//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি