ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুপার টুয়েলভের ১২ দল চূড়ান্ত, দেখে নিন বাংলাদেশের ম্যাচসূচি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৯, ২১ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

দেখতে দেখতেই শেষ হলো অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা। আর এর মধ্যদিয়েই চূড়ান্ত হলো এবারের বিশ্বকাপে সুপার টুয়েলভের ১২টি দল। 

আগের দিন তথা বৃহস্পতিবারই সুপার টুয়েলভ নিশ্চিত করে এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও সহযোগী দেশ নেদারল্যান্ডস। আর শুক্রবার তাদের সঙ্গী হয়েছে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। 

তাহলে এবার এক নজরে দেখে নিন, সুপার টুয়েলভ নিশ্চিত করা ১২টি দল-

গ্রুপ ১: 
অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড।

গ্রুপ ২: 
ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে।

শনিবার (২২ অক্টোবর) অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে চলতি বিশ্বকাপের রোমাঞ্চকর সুপার টুয়েলভের খেলা। আগামী ২৪ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপে নিজদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল।

এক নজরে দেখে নিন, সুপার টুয়েলভ-এ বাংলাদেশের ম্যাচের সময়সূচি:

প্রথম ম্যাচ: 
বাংলাদেশ-নেদারল্যান্ডস, ২৪ অক্টোবর, হোবার্ট, বাংলাদেশ সময় সকাল ১০টা

দ্বিতীয় ম্যাচ: 
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, ২৭ অক্টোবর, সিডনি, বাংলাদেশ সময় সকাল ৯টা

তৃতীয় ম্যাচ: 
বাংলাদেশ-জিম্বাবুয়ে, ৩০ অক্টোবর, ব্রিসবেন, বাংলাদেশ সময় সকাল ৯টা

চতুর্থ ম্যাচ: 
বাংলাদেশ-ভারত, ২ নভেম্বর, অ্যাডিলেড, বাংলাদেশ সময় দুপুর ২টা

পঞ্চম ম্যাচ: 
বাংলাদেশ-পাকিস্তান, ৬ নভেম্বর, অ্যাডিলেড, বাংলাদেশ সময় সকাল ১০টা।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি