ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুপার টুয়েলভে খেলতে জিম্বাবুয়ের লক্ষ্য ১৩৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৮, ২১ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৬ উইকেটে ১৩২ রান তুলেছে স্কটল্যান্ড। অর্থাৎ ম্যাচটি জিতে সুপার টুয়েলভে খেলতে হলে জিম্বাবুয়েকে করতে হবে ১৩৩ রান।

শুক্রবার (২১ অক্টোবর) হোবার্টের বেলেরিভ ওভালে অনুষ্ঠিত জিম্বাবুয়ে-স্কটল্যান্ডের মধ্যকার এই ডু-অর-ডাই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন স্কটিশ অধিনায়ক রিচি বেরিংটন।

তবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের বোলারদের বিপক্ষে এক জর্জ মুনসে ছাড়া খুব একটা সুবিধা করতে পারেননি আর কেউই। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান আসে এই ওপেনারের ব্যাট থেকে। তার এই ৫১ বলের ইনিংসে ছিল ৭টি চারের মার। 

এছাড়া কলাম ম্যাকলিওড করেন ২৬ বলে ২৫ রান। বেশ নিয়ন্ত্রিত বোলিং করেন জিম্বাবুয়ের বোলাররা। যাতে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারালেও দলের স্কোরকে দেড়শ পার করতে পারেনি স্কটল্যান্ড।

জিম্বাবুয়ের পক্ষে এদিন টেন্ডাই চাতারা ও রিচার্ড এনগারাভা ২টি করে এবং মুজারাবানি ও সিকান্দার রাজা একটি করে উইকেট লাভ করেন।

স্কটল্যান্ড একাদশ: 
জর্জ মুন্সি, মাইকেল জোন্স, ম্যাথিউ ক্রস, রিচি বেরিংটন (অধিনায়ক), মাইকেল লিস্ক, কলাম ম্যাকলয়েড, ক্রিস গ্রেভস, মার্ক ওয়াট, জশ ড্যাভে, সাফইয়ান শরিফ, ব্র্যাড হোয়েল।

জিম্বাবুয়ে একাদশ: 
ক্রেইগ আরভিন (অধিনায়ক), রেগিস চাকাভা, ওয়েসলে মাদভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শাম্বা, রায়ান বার্ল, লুক জঙউই, রিচার্ড এনগারাভা, তেন্দাই চাতারা, ব্লেসিং মুজারবানি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি