ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

সুয়ারেজের গোলে শীর্ষে অ্যাতলেটিকো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০২, ৩১ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

স্প্যানিশ লা লিগায় গেতাফের বিপক্ষে ১-০ গোলে জিতেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। একমাত্র গোলটি করেছেন লুইস সুয়ারেজ। এই জয়ে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিককে পেছনে ফেলে পয়েন্টের শীর্ষে উঠেছে দিয়েগো সিমিওনের দল।

বার্সেলোনা থেকে অ্যাতলেটিকোয় যোগ দিয়ে এই মৌসুমে ১১ ম্যাচ খেলে অষ্টম গোল করলেন সুয়ারেজ। লিগ গোলের হিসাবে রাদামেল ফালকাওর রেকর্ডের পাশে বসলেন তিনি। কলম্বিয়ান এই স্ট্রাইকার ২০১১ সালে পোর্তো থেকে মাদ্রিদ ক্লাবে যোগ দিয়ে এই কীর্তি গড়েছিলেন।

ম্যাচের ২০তম মিনিটে ইয়ানিক কারাসকোর অ্যাসিস্টে লক্ষ্যভেদী শটে ম্যাচের ব্যবধান গড়ে দেন সুয়ারেজ। তাতে দিয়েগো সিমিওনের ৫০০তম ম্যাচে জয় পায় মাদ্রিদ ক্লাব। 

নবম গোলের দেখা পেতে পারতেন সুয়ারেজ। প্রথম গোলের পর ১৫ গজ দূর থেকে নেওয়া তার শট গোলবারের উপর দিয়ে গেলে ব্যর্থ হয় ওই প্রচেষ্টা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ সিমিওনের শিষ্যরা।

প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্তের কারণে নভেম্বরের বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকেন সুয়ারেজ। ডিসেম্বরের শুরুতে আবার মাঠে ফেরেন ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার।

এই জয়ে আর নগরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের চেয়ে দুই পয়েন্টের ব্যবধান বাড়িয়ে শীর্ষস্থান সুসংহত করে অ্যাতলেটিকো। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ৩৫। তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি