সোনাইমুড়ীতে মাদকসহ গ্রেপ্তার ২
প্রকাশিত : ১৫:৫৭, ২ এপ্রিল ২০২২

নোয়াখালীর সদর ও সোনাইমুড়ী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে শহিদুল্যাহ (৪২) ও হেলাল উদ্দিন পিন্টু (৩২) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৮শত গ্রাম গাঁজা ও ১শত পিস ইয়াবা জব্দ করা হয়।
শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের আবদুল খালেকের ছেলে শহিদুল্যাহ ও সোনাইমুড়ী পৌরসভার ভানুয়াই এলাকার আকু মোল্লার ছেলে হেলাল উদ্দিন পিন্টু।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে জেলা ডিবি পুলিশের দু’টি দল সদর ও সোনাইমুড়ীতে পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানকালে সদরের ধর্মপুর এলাকা থেকে ৮শত গ্রাম গাঁজাসহ মাদক কারবারি শহিদুল্যাহ ও সোনাইমুড়ীর ভানুয়াই থেকে ১শত পিস ইয়াবাসহ হেলাল উদ্দিন পিন্টুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুইজনই পেশাদার মাদক কারবারি।”
তিনি আরও জানান, “ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানা ও সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।”
আরএমএ/এমএম/
আরও পড়ুন