ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

সোশ্যাল ইসলামী ব্যাংকের বাকলিয়া শাখার উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৭, ১০ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)-এর ‘১৬৫তম বাকলিয়া শাখা’ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ডের বাকলিয়ায় উদ্বোধন করা হয়েছে ১০ ডিসেম্বর। এ উপলক্ষ্যে ব্যাংকের প্রধান কার্যালয় হতে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী বাকলিয়া শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক এবং মো. সামছুল হক, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান, ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলের আঞ্চলিক প্রধান (চলতি দায়িত্ব) সৈয়দ মো. সোহেল, ব্যাংকের বিসি এন্ড জিবিডি- এর ভাইস প্রেসিডেন্ট মো. শাকিল আনোয়ার, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর মো. হারুনুর রশীদ, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ- এর পরিচালক মুহাম্মদ সগীর, বাকলিয়া শাখার ব্যবস্থাপক সাইফুল আলম চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি