ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

নিখোঁজের ৫৪ ঘন্টা পর নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার 

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৪৮, ১৪ জুন ২০২২

মোংলায় নিখোঁজের ৫৪ ঘন্টা পর হাউস বোটের নিরাপত্তাকর্মী খাজা মঈনউদ্দীনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে ডুবন্ত বোটটি উত্তোলনের পর কেবিনের (রুম) ভেতর থেকে লাশটি উদ্ধার করেন ডুবরীরা। 

বিআইডব্লিউটিএর উপ-সহকারী প্রকৌশলী (ড্রেজার বিভাগ) মো. আনিসুজ্জামান রকি এ তথ্য নিশ্চিত করে জানান, গত রোববার দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক মোংলা-ঘাষিয়াখালী ক্যানেলে ঢেউয়ের তোড়ে পড়ে হাউস বোটটি ডুবে নিখোঁজ হন ওই বোটের নিরাপত্তাকর্মী। নিহত খাজা মঈনউদ্দীনের বাড়ী টাঙ্গাইলে। তিনি বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী ক্যানেল খনন কাজে নিয়োজিত কনফিডেন্স গ্রুপের ড্রেজারে নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি করতেন। 

কনফিডেন্স গ্রুপের মঈনউদ্দীনসহ অন্যান্য ষ্টাফেরা ডুবে যাওয়া হাউস বোটটিতে থাকতেন। বিআইডব্লিউটিএর এ কর্মকর্তা আরও বলেন, সন্ধ্যায় ডুবন্ত বোটটি উত্তোলন করে নিরাপদে ক্যানেলের পাশে সরিয়ে নেয়া হয়েছে। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি