ঢাকা, বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫

ধর্ষণের শিকার কিশোরী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৯, ২৬ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছারপুর ইউনিয়নে এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে ওই কিশোরী ৭ মাসের অন্তঃসত্ত্বা। এঘটনায় ভুক্তভোগি কিশোরীর মা বাদি হয়ে রফিকুল ইসলাম মাসুদ (৩৫) নামের এক ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। তবে অভিযুক্ত আসামিকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে কোম্পানীগঞ্জ থানায়া মামলাটি করা হয়। অভিযুক্ত আসামী রফিকুল ইসলাম মাসুদ উত্তর মূছাপুর এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, চলতি বছরের গত ৮ ফেব্রুয়ারি নিজের স্বামী, ছেলে ও মেয়েকে বাড়িতে রেখে বাবার বাড়ি বেগমগঞ্জ উপজেলার রসুলপুরে যান মামলার বাদি। রাত সাড়ে ৮টার দিকে মানসিক রোগী বাবা ও ছোট ভাইকে রাতে খাবার খাইয়ে নিজের ঘরে ঘুমাতে যান ওই কিশোরী। রাত ১টার দিকে তাদের প্রতিবেশি রফিকুল ইসলাম মাসুদ কৌশলে তাদের পূর্বক ইচ্ছের বিরুদ্ধে কিশোরীকে মুখচেপে ধরে ধর্ষণ করে। ধর্ষণের পর এ ঘটনা কাউকে জানালে তাকে হত্যার
হুমকি দেয় মাসুদ। কয়েকদিন আগে তার শরীরে পরিবর্তন আসলে পরিবারের লোকজন জিজ্ঞেস করলে সে ধর্ষণের বিষয়টি তাদের অবগত করলে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে পরীক্ষার পর সে অন্তঃসত্ত্বা বলে রিপোর্ট আসে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি