ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

ঝালকাঠিতে ২ জনের অস্বাভাবিক মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:৫২, ৩০ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ঝালকাঠিতে পৃথক ঘটনায় এক কৃষকসহ দুইজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে শহরের বিশ্বরোড কলেজ মোড় এলাকার এস এ পরিবহন সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে বেল্লাল হোসেন (৫৫) নামে একজনের লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার সকালে বেল্লাল হোসেনের দ্বিতীয় স্ত্রীর ছেলে আল আমিন ৯৯৯-এ ফোন দিয়ে অভিযোগ করেন, তার বাবাকে প্রথম স্ত্রী শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে প্রথম স্ত্রী মাকসুদা বেগম দাবি করেন, তাঁর
স্বামীর স্বাভাবিক মৃত্যু হয়েছে।

এদিকে ঝালকাঠি সদর উপজেলার রমজানকাঠি গ্রামে চোরের হাত থেকে ক্ষেতের ফসল রক্ষার জন্য নিজের তৈরি করা বৈদ্যুতিক ফাঁদে সুলতান মোল্লা (৪০)
নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার জানান, অস্বাভাবিকভাবে দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি
সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বৈদ্যুতিক ফাঁদে সুলতান মোল্লার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হলেও প্রাথমিকভাবে বেল্লাল হোসেনের
মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই দুজনের মৃত্যুর আসল কারণ কি জানা যাবে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি