ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

নওগাঁয় অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩১, ৫ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

নওগাঁয় ২৬৪ জনকে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এসময় ২৭ জন প্রতিবন্ধীদের দেওয়া হয় হুইলচেয়ার।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা অডিটরিয়ামে নওগা (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন।  

উপজেলা বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্থায়নে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দীন। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদসহ প্রমুখ।

পরে প্রধান অতিথি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৬৪ জন নারীর মাঝে সেলাই মেশিন ও ২৭ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি