ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

সিরাজগঞ্জে পৃথক ঘটনায় বিধবাসহ ৩ জনের লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৩, ৭ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে পৃথক ঘটনায় বেলকুচি, কামারখন্দ ও শাহজাদপুরে বিধবাসহ ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতেরা হলেন বেলকুচি উপজেলার মুলকান্দি দশখাদা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মনিরুল ইসলাম (২২), কামারখন্দ থানার কর্ণসূতি গ্রামের মৃত তফাজ্জল মন্ডলের মেয়ে ছালেকা খাতুন (৫০) এবং শাহজাদপুর পৌর এলাকার চালা মহল্লার ইছহাক আলীর পালিত পুত্র ছাদ্দাম হোসেন (২৭)। 

এরই মধ্যে মনিরুলকে জবাই করে হত্যা করা হয়েছে। তাদের লাশ মঙ্গলবার দুপুরে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বেলকুচি থানার ওসি আসলাম হোসেন ও নিহতের পরিবার জানান, মনিরুল ইসলাম সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। মঙ্গলবার সকালে মুলকান্দি চরে তার জবাই করা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে দুপুরে গিয়ে পুলিশ উদ্ধার করে। পুলিশ ধারণা করছে পরিকল্পিতভাবে তাকে সন্ত্রাসীরা হত্যা করেছে।

অপরদিকে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান বলেন, মঙ্গলবার সকালে বাড়িতে ছালেকা খাতুনের লাশ গলায় রশি দিয়ে ঝুলে থাকাবস্থায় খবর পেয়ে পুলিশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হতাশার কারণে ওই বিধবা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

অপর ঘটনায় শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা জানান, মঙ্গলবার সকালে ছাদ্দাম হোসেনের লাশ শাহজাদপুর থানার মশিপুরে রাজ্জাক ব্যাপারীর বাড়ির কাঁঠাল গাছে গলায় রশি দিয়ে ঝুলে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। লাশ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।  
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি