ঢাকা, সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫

জামালপুরে ছুটির দিনে পরীক্ষা নিলেন শিক্ষকরা

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৫, ৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৫:০৮, ৬ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

জামালপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৪ দফা দাবিতে শিক্ষকদের কর্ম বিরতির কারণে চলমান স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষা আজ শনিবার ছুটির দিনে নিয়েছেন শিক্ষকরা। 

আজ শনিবার সকালে সংশোধিত পরীক্ষার সূচি অনুযায়ী বিদ্যালয়ে পরীক্ষা দিতে আসেন  শিক্ষার্থীরা। সকাল থেকেই শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরা বিদ্যালয়ের গেইটে ভীড় করেন। 

অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের পুঁজি বা জিম্মি করে শিক্ষকদের আন্দোলন করা মোটেও যৌক্তিক নয়, এতে করে শিক্ষার্থীদের মধ্যে বিরোপ প্রভাব পড়ে। আন্দোলনের যৌক্তিকতা থাকলেও পরীক্ষা বন্ধ করে আন্দোলনের ব্যাপারে শিক্ষকদের আরো দায়িত্বশীল হওয়ার আহবান জানান তারা।

শিক্ষকরা জানান, সারাদেশে চলমান বার্ষিক পরীক্ষার মধ্যে শিক্ষকদের আন্দোলনের কারণে স্থগিত হওয়া পরীক্ষাগুলো আজ ছুটির দিনে নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের উপস্থিতিও শতভাগ রয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি