ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

২৭ কেজি হরিণের মাংসসহ ধরা খেল চোরা শিকারী

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪৬, ১৮ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

সুন্দরবন থেকে শিকার করে আনা ২৭ কেজি হরিণের মাংসসহ জাফর সানা (৩৯) নামের এক চোরা শিকারীকে আটক করেছে মোংলা কোস্টগার্ড সদস্যরা। 

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কালাবগী ষ্টেশনের চেয়ারম্যান ঘাট এলাকায় অভিযান চালিয়ে ওই পরিমাণ হরিণের মাংসসহ তাঁকে আটক করা হয়। 

আটক চোরা শিকারী জাফর সানা খুলনার দাকোপ উপজেলার কালাবগী গ্রামের আব্দুর রহিম সানার ছেলে। 

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের কর্মকর্তা লে. কমাণ্ডার বিএন এম মামুনুর রহমান জানান, উদ্ধারকৃত ২৭ কেজি হরিণের মাংসসহ চোরা শিকারী জাফর সানার বিরুদ্ধে পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরবনের কালাবগী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি