ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

কলকাতায় ২০-২৪ এপ্রিল ‘বেঙল গ্লোবাল ট্রেড এক্সপো’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৮, ৩ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

বিশ্বের ১২টিরও অধিক দেশ নিয়ে ভারতের কলকাতায় শুরু হচ্ছে ‘বেঙল গ্লোবাল ট্রেড এক্সপো-২২’। আগামী ২০ থেকে ২৪ এপ্রিল এ মেলা অনুষ্ঠিত হবে। মেলায়  সহযোগী হিসেবে আছে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস (আইবিসিসিআই)।  

রোববার (৩ এপ্রিল) মহাখালীর নিটল নিলয় সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিশ্বের ১২ টিরও অধিক দেশ এই এক্সপোতে যোগদান করবে। অটোমোবাইল, আইটি, আবাসন, ইলেকট্রনিকস, কেমিক্যাল, প্লাস্টিক, ফার্নিচার, ফুড প্রোসেসিং, লেদার, টেক্সটাইলসহ অনেকগুলো প্রোডাক্ট এরিয়া মেলায় স্থান পাবে। 

অনুষ্ঠানে ব্ক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) এর প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ এবং কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড এসোসিয়েশন এর চেয়ারম্যান বিমল বেনগানি। 

এ সময় আব্দুল মাতলুব আহমাদ বলেন, ‘বেঙল গ্লোবাল ট্রেড এক্সপো’ তাদের জন্য একটি ভালো প্লাটফর্ম, যারা নিজেদের পণ্য ও সেবা আন্তর্জাতিক ক্রেতাদের কাছে তুলে ধরতে চান। পণ্য প্রস্তুতকারক, ব্যবসায়ী, ক্রেতা থেকে শুরু করে দর্শনার্থী সবাই এই মেলায় অংশগ্রহণ করতে পারবেন। 

তিনি বলেন, যারা তাদের পণ্যের নিত্যনতুন সমাধান চান, নিজের ধারণাকে শেয়ার করে আরও সমৃদ্ধ হতে চান, পন্যের নতুন ধরন সম্পর্কে জ্ঞান অর্জন করতে চান তাদের জন্য এক্সপো একটি উপযুক্ত প্লাটফর্ম।  

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি