ঢাকা, বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫

ডিমের দামে স্বস্তি, বাকি সব আগের মতই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫০, ২৬ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

কিছুতেই কমছে না চালের দাম। সব ধরনের চাল কেজিতে এক থেকে দুই টাকা বেড়েছে। চিনির দামও বাড়তি। তবে স্বস্তি ফিরেছে ডিমে।

রাজধানীর কাওরান বাজারে গত সপ্তাহের তুলনায় চালের দাম কেজিতে এক থেকে দুই টাকা বেড়েছে।

বিক্রেতারা বলছেন, আমদানি করা চাল বাজারে আসলে দাম কমতে পারে। এভাবে চালের দাম বাড়তে থাকায় অসন্তোষ ঝরছে ক্রেতার কন্ঠে।

মাছের বাজারও বাড়তি। ভরা মৌসুমে বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে পনেরশ’ টাকা কেজি। অন্যান্য মাছের দামও বাড়তি বলে জানান ক্রেতারা।

কমে এসেছে ডিমের দাম। ডজন পাওয়া যাচ্ছে একশ বিশ টাকায়। ছটির দিনের কাঁচা বাজারে সবজির দরও চড়া। তবে কমে এসেছে কাঁচা মরিচের দাম।

রয়লার মুরগী ১৮০ আর সোনালী বিক্রি হচ্ছে ২৯০ টাকা দরে। খাশী ও গরুর মাংশ আগের দামেই বিক্রি হচ্ছে।

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি