ঢাকা, শুক্রবার   ২২ আগস্ট ২০২৫

বাড়তি চালের দাম আর কামেনি, স্বস্তি নেই বাজারে (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৪, ২ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৪:৫৫, ২ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

চাল আমদানির ঘোষণার পর নতুন করে বাড়েনি চালের দাম, এটিই যেনো স্বস্তির খবর। রাজধানীর কারওয়ানবাজার ঘুরে দেখা গেছে আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। এদিকে বাজারে শীতের সবজি উঠতে শুরু করেছে, তবে দাম চড়া।

চালের বাজারে অস্থিরতা বেশ কদিন ধরেই। মিলার আড়তদারদের কাছে জিম্মি সাধারণ মানুষ। চাল নিয়ে চালবাজির জন্য বাড়তি টাকা গেছে ক্রেতার পকেট থেকে। এ অবস্থায় গেলো সপ্তাহে চাল আমদানির ঘোষণা দেয় সরকার। এরপর চালের দাম নতুন করে বাড়েনি, কমেওনি কোনো চালের দাম।

মৌসুমেও বাজারে ইলিশের সংকট। যা আছে তার দামও বেশি। এছাড়া অন্যন্য মাছের দামও বাড়তি। 

একজন ক্রেতা বলেন, "৮৫ টাকা কেজি নাজিরশাইল, ৭৫ টাকা কেজি মিনিকেট। অন্য মোটা চাল ৬৫ টাকা কেজি।"

মাছের দামও আকাশ ছোঁয়া। একজন মাছ বিক্রেতা বলেন, "রুই-কাতলা চারশ টাকা কেজি। চিংড়ি ১৪০০ আর ইলিশ ১৫০০ টাকা কেজি।"

আরেক বিক্রেতা বলেন, "এবারে ইলিশ কম, মাছ জালে ধরা পড়লে না বাজারে আসবে।"

একজন মাছের ক্রেতা বলেন, "চিংড়ি মাছ ছোট ছোটটা সাড়ে ছয়শ টাকা কেজি। এইভাবে আমাদের পোষায় নাকি!"

আরেক ক্রেতা বলেন, "আমরা স্টুডেন্টরা কী খাবো! এক বেলা একটা মাছ কিনে খাওয়া কি সম্ভব এই দামে!"

গেভাগেই বাজারে আসছে শীতের সবজি। কিন্তু দাম চড়া। সীমের কেজি ১২০ টাকা, বাধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ৬০ টাকায়। তবে অন্যন্য সবজির দাম আগের মত। 

গরুর মাংশ প্রতিকেজি ৭শ, বয়লার মুরগি, ১৯০ আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩শ টাকায়। 
 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি