ঢাকা, বৃহস্পতিবার   ২৪ জুলাই ২০২৫

হিলি বন্দরে পেঁয়াজের দাম বাড়ল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০১, ২২ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

আমদানি কমের অজুহাতে একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা। 

হিলি স্থলবন্দরে ১৭ থেকে ১৮ টাকা দরের পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ২২ থেকে ২৩ টাকায়। আমদানিকাররা বলছেন, হঠাৎ করেই ভারতে পেঁয়াজের বাজার খানিকটা বাড়তি।

এছাড়া কিছু জটিলতার মধ্যদিয়ে গতকাল বুধবার পেঁয়াজের আমদানি হয়েছে। মঙ্গলবার ৫৫৯টন পেঁয়াজ আমদানি হলেও বুধবার তা কমে হয় ২২০ টন।

একই সাথে দেশিয় পেঁয়াজের দাম মনপ্রতি ২শ টাকা করে বেড়েছে। 

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি