ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

ডায়ালাইসিসের খরচ কমছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৩, ৬ জুন ২০২৪

Ekushey Television Ltd.

আগামী অর্থবছরের বাজেট প্রস্তাবনা অনুযায়ী কিডনি রোগীদের ডায়ালাইসিসের খরচ কমতে পারে।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন

এ সময় অর্থমন্ত্রী বলেন, কিডনি রোগীর ডায়ালাইসিসে ব্যবহৃত ডায়ালাইসিস ফিল্টার ও ডায়ালাইসিস সার্কিট অতি প্রয়োজনীয়। বর্তমানে এ পণ্য আমদানিতে ১০ শতাংশ আমদানি শুল্ক প্রযোজ্য হয়। কিন্তু ডায়ালাইসিস মেশিন ও লিয়োকোসাইট ফিল্টার আমদানিতে আমদানি শুল্ক নেই। 

তিনি ডায়ালাইসিস ফিল্টার ও ডায়ালাইসিস সার্কিটের আমদানি শুল্ক ১ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছেন।

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য করছাড় সুবিধা পেতে পারে।

এটি স্বাধীন বাংলাদেশের ৫৩তম বাজেট এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট।

৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত এই বাজেট বক্তব্যের শিরোনাম 'সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার'। আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে।

কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি