ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

পঞ্চম ঢাকা বাইক শো’তে ইয়ামাহার আয়োজন

প্রকাশিত : ১২:৩৪, ১৬ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে গত বৃহস্পতিবার থেকে আজ শনিবার পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম ঢাকা বাইক শো, যেখানে চোখ ধাঁধানো আয়োজন নিয়ে হাজির হয়েছে এসিআই মটরস- ইয়ামাহা।  

ডিসপ্লে এবং অ্যাক্টিভিটি দুইভাগে সাজানো এই আয়োজন। প্রথমবারের মতো ইয়ামাহার আপকামিং নতুন মডেলের টাচ্ এন্ড ফিল এক্সপেরিয়েন্স নিতে পেরেছেন বাইকার এবং ক্রেতারা।

স্পোর্টস, টুরিং, অফ রোড, স্টাইল ও পাওয়ার এবং স্কুটার এই পাঁচটি ডিফারেন্ট সেগমেন্ট এর বাইক নিয়ে সাজানো এই আয়োজন নজর কেড়েছে সব বাইক প্রেমীরদেরই। পাশাপাশি ইয়ামাহা রাইডিং একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে স্পেশাল স্কিলড রাইডিং ট্রেনিং প্রোগ্রাম যা জাপান থেকে আগত বিশেষভাবে প্রশিক্ষিত ট্রেইনার দ্বারা পরিচালিত হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে বাইক চালানোর সময় সেফটি এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরা হয়েছে। বাইক প্রেমীদের জন্য আরও ছিল টেস্ট রাইড, জিমখানা রাইডিং এবং আরও নানা আকর্ষণীয় আয়োজন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি